সাত বিদেশিসহ প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : প্রতারণা ও মানবপাচারের অভিযোগে সাত বিদেশিসহ প্রতারক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এদের মধ্যে সাতজন নাইজেরিয়ান ও বাকিরা বাংলাদেশি।’

এ বিষয়ে দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।