
নিজস্ব প্রতিবেদক : কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া এক ব্যবসায়ীকে সিআইডি অফিসে আসার নোটিশ দেওয়ার ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন সাতক্ষীরা জেলার সিআইডির পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিন।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে রোববার বেলা ১১টার পর এ বিষয়ে শুনানি হবে।
আদালতে শেখ মেসবাহ উদ্দিনের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন।
এর আগে গত ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলার সিআইডির পরিদর্শক শেখ মেসবাহ উদ্দিনকে তলব করেন হাইকোর্ট। ওই দিন ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার অধীনে তদন্ত কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় সিআইডি প্রধানসহ মোট ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়।