
নিজস্ব প্রতিবেদক : সিটিসেলের পরিচালক ও বিএনপি নেতা এম মোরশেদ খানসহ আটজনের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছেন ওই কোম্পানির পাঁচ কর্মকর্তা।
বকেয়া মজুরির দাবিতে সোমবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান বেগম তাবাসসুম ইসলামের আদালতে এসব মামলা করা হয়। আদালত মামলাগুলো গ্রহণ করে আগামী ৪ অক্টোবরের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।
মামলার অপর বিবাদীরা হলেন- প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের (সিটিসেল) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহবুব চৌধুরি, পরিচালক নাসরিন খান ও আসগর করিম, চিফ ফিন্যান্সিয়াল অফিসার তারিকুল হাসান, সিটিও ও প্রভিডেন্ড ফান্ড ট্রাস্টির সদস্য মাহফুজুর রহমান, প্রভিডেন্ড ফান্ড ট্রাস্টির সদস্য নিশাত আলী ও এ বি সরকার।
মামলার বাদীরা হলেন- সিটিসেলের কর্মকর্তা টিপু সুলতান, কাজী রুহুল কুদ্দুস, হাসান মাহমুদ, মোসাদ্দেক মিলন ও এ কে এম এহসানউল আজাদ।
বাদীপক্ষের আইনজীবী তানজিম আল ইসলাম জানান, বকেয়া প্রায় দেড় কোটি টাকার জন্য সিটিসেলের পাঁচ কর্মকর্তা পৃথক পাঁচটি মামলা করেছেন। মামলায় সিটিসেলের পরিচালক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানসহ আটজনকে বিবাদী করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে আরো ২৫টি মামলা করা হবে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, বাদীরা দীর্ঘ দিন ধরে দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলে চাকরি করছেন। ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে তাদের যাবতীয় মজুরি কোনো কারণ ছাড়াই বন্ধ করে দেয় সিটিসেল কর্তৃপক্ষ। দুই-তিন মাস পর তারা মজুরির টাকার জন্য কর্তৃপক্ষকে তাগিদ দিতে থাকেন। কর্তৃপক্ষ ডিসেম্বরের মধ্যে তা পরিশোধের জন্য আশ্বাস দেন।
গত মার্চ মাসে তাদের পাওনা টাকা পরিশোধের জন্য সম্মিলিতভাবে সিটিসেল কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। এরপরও টাকা না দেওয়ায় ২০১৭ সালের ৩ মে সিটিসেল কর্তৃপক্ষকে একটি লিগ্যাল নোটিশ দেন করেন তারা। শেষ পর্যন্ত তারা মামলা করার সিদ্ধান্ত নেন।