
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ১১শ মেট্রিকটন সিমেন্ট তৈরির কাচামাল (ক্লিংকার) নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বুধবার সকাল ৯টার দিকে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে।
চট্টগ্রাম লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু তাহের লাইটার জাহাজ ডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে ১১শ মেট্রিকটন ক্লিংকার নিয়ে ঘাটে ফেরার সময় জাহাজটি ডুবে গেছে। তবে জাহাজে থাকা শ্রমিক ও অন্যদের উদ্ধার হয়েছে।