সিরাজগঞ্জ : বুধবার বেলা সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলামিন খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার যুবদল নেতা আলামিনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে আটটি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তাকে গ্রেপ্তার করা রয়েছে।
আদালতের মাধ্যমে আলামিনকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।


