আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া প্রতিদিনি পাঁচ ঘন্টার জন্য সিরিয়ার পূর্ব গৌতায় যুদ্ধবিরতির ঘোষণা দিলেও লড়াই থামেনি সেখানে। এখনও ওই অঞ্চলে গোলাবর্ষণ করে চলছে আসাদ বাহিনী। জাতিসংঘের ত্রাণ বিষয়ক দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পূর্ব গৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছিল। ফ্রান্স ও জার্মানির আহ্বানের পর সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব গৌতায় প্রতিদিন পাঁচ ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দেন।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের ত্রাণ বিষয়ক দপ্তরের মুখপাত্র জেন্স লারকি বলেছেন, ‘আজ সকালেও (মঙ্গলবার) আমরা পূর্ব গৌতায় লড়াই চলার খবর পেয়েছি। পরিষ্কারভাবেই চলমান পরিস্থিতিতে সেখানে ত্রাণ পাঠানো এবং অসুস্থদের উদ্ধার কাজ পরিচালনা করা সম্ভব নয়।’
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধবিরতির সময়তেই পূর্ব গৌতার একটি শহরে হেলিকপ্টার থেকে দুটি বোমা ফেলা হয়েছে এবং অন্য আরেকটি শহরে বিমান হামলা হয়েছে। সিরিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তা বিমান হামলা চালানোর কথা অস্বীকার করেছেন। বার্তা সংস্থা রয়টার্সও খবরটির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
দামেস্কের পাশেই বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় গত ১০ দিনে ধরে বিমান হামলা চালাচ্ছে আসাদ বাহিনী। সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর গত আট বছরের মধ্যে বিদ্রোহীদের ওপর চালানো প্রবল হামলাগুলোর মধ্যে এটি একটি।


