আন্তর্জাতিক ডেস্ক : বৃহৎ আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় সৌদি আরবের সৈন্য পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করছে রিয়াদ। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘সৌদি আরবের এ প্রস্তাব নতুন কিছু নয়। এর আগে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একই প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয়েছিল, যদি যুক্তরাষ্ট্র সিরিয়ায় সেনা পাঠায় তবে অন্যান্য দেশের সঙ্গে জোট বেঁধে সৌদি আরবও দেশটিতে সেনা পাঠানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করবে।’
মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পাশে বসে রিয়াদে এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সিরিয়ায় সৈন্য পাঠানোর ব্যাপারে দেশটিতে সংকট শুরুর পর থেকেই আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং এখনো চালিয়ে যাচ্ছি।’
২০১৬ সালে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুদ্ধে সেনা পাঠাতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করে সৌদি আরব। সৌদি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নিয়ে আসছে ২০১৪ সালের শুরু থেকেই। তবে ওবামা প্রশাসনকে সেনা পাঠানোর প্রস্তাব দিলেও পরে সেখান থেকে সরে এসেছিল।
তথ্য : আল জাজিরা


