
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন তামিম ইকবাল। ইনজুরিতে থাকায় দেশসেরা এ ওপেনার খেলতে পারবেন না বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ। ফ্রাঞ্চাইজির ইচ্ছা ছিল তামিম ইকবালের পরিবর্তে দেশের কেউ দলকে নেতৃত্ব দিবেন।
দলের একাধিক সূত্র জানিয়েছিল ইমরুল কায়েস দলকে নেতৃত্ব দিবেন। কিন্তু সেটা আর হলো না। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার প্রথম ম্যাচে টস করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে নবীর কুমিল্লা।
ডানহাতি এ অলরাউন্ডার বিপিএলের নিয়মিত মুখ। তবে প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন এ আফগান। এছাড়া এবারের বিপিএলের দ্বিতীয় বিদেশি অধিনায়কও নবী। চিটাগং ভাইকিংসের অধিনায়কত্ব করবেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবাহ-উল-হক।
৩২ বছর বয়সি এ ক্রিকেটার আফগানিস্তানকে ওয়ানডেতে ২৮ ম্যাচে এবং টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। নবী বাদে কুমিল্লার হয়ে সিলেট সিক্সার্সের বিপক্ষে খেলছেন জস বাটলার, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো ও রশীদ খান।
সিলেট সিক্সার্স গতকাল উদ্বোধনী ম্যাচে হারিয়েছিল ঢাকা ডায়নামাইটসকে। আজ দ্বিতীয় ম্যাচে কোনো পরিবর্তন আনেনি তারা।