ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে এ মাঠে হয়েছে ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো হয়েছিল সিলেটে।
মাশরাফি, সাকিব, তামিমরা ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ খেলেছেন এ মাঠে। বিসিবি শেষ বিপিএলের ম্যাচও আয়োজন করেছিল। তবে জাতীয় দলের জার্সিতে ক্রিকেটাররা মাঠে নামেনি একবারও। এবার সেই অপেক্ষা ফুরাতে যাচ্ছে।
তবে সিলেটবাসীর ভাগ্য একটু খারাপ বলতেই হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নেই দলের একাধিক তারকা ক্রিকেটার। ইনজুরিতে সাকিব আল হাসান আগের থেকেই নেই। তামিম ইকবাল খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সিলেটবাসীর উৎসবের কোনো কমতি নেই।
আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে সিলেটে পৌঁছায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। একই ফ্লাইটে সিলেটে পা রাখেন তারা। তাদেরকে স্বাগত জানাতে পুরো সিলেট সেজেছে নতুন রূপে। স্টেডিয়াম থেকে হোটেলে আসা-যাওয়ার পথে ক্রিকেট পাগল ভক্তরা তাদের স্বাগত জানান।
দুই দলের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছে না স্থানীয় প্রশাসন। কড়া নিরাপত্তায় হোটেলে প্রবেশ করেন মাহমুদউল্লাহ-মুশফিক, চান্দিমাল-মেন্ডিসরা। আজ বিশ্রামেই থাকবে দুই দল। আগামীকাল ম্যাচ ভেন্যুতেই তাদের অনুশীলন করার কথা রয়েছে।


