কক্সবাজার প্রতিনিধি : বুধবার টেকনাফের নাফ নদীতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চারটি স্পিড বোটে যৌথ টহল দেয় বিজিবি ও বিজিপির সদস্যরা।
বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নাফ নদীতে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজিবি ও মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনী বিজিপি যৌথ টহল কার্যক্রম পরিচালনা করেছে।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল দুটি স্পিড বোটযোগে এবং প্রতিপক্ষ বর্ডার গার্ড পুলিশের ব্রাঞ্চেরর অধীনস্থ পিং পিউ ক্যাম্পের ডায় হ্যাথিং লিং মংয়ের নেতৃত্বে ১০ সদস্যের টহলদল দুটি গানবোট যোগে বিআরএম-৫ হতে বিআরএম-৭ পর্যন্ত নাফ নদীতে যৌথ সমন্বয় টহল পরিচালনা করে।
উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যরা কুশলাদি বিনিময় শেষে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।


