সোনার কারবারির অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা দুদকের

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৪১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সোনার কারবারি এস কে মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে রমনা থানায় মামলা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, সোনার কারবারি এস কে মোহাম্মদ আলীর ৪০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৩৭৫ টাকার গোপনকৃত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের সন্ধান পায় দুদক। পরে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

২০১৪ সালের ২৬ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে এস কে মোহাম্মদ আলীর বাসায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা মুদ্রা, ৬১ কেজি ওজনের ৫২৮টি সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। ওই সময় বালিশের কভার, সোফার কুশনের ভেতর, জাজিম-তোশকের নিচে, আলমারি ও বাসার ফলস (কৃত্রিম) সিলিংয়ের ওপর এসব মুদ্রা ও সোনার বার পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা ও ডিবি পুলিশ ওই বাসায় অভিযান চালায়।