স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন বিজেপি নেতারা

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট রাজকমল পাঠক।

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তাদের সঙ্গে ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা ও পশ্চিমবঙ্গ বিধান সভার বিধায়ক কাজী আব্দুর রহিম, আনন্দবাজার পত্রিকার সহকারী সম্পাদক অনমিত্র চট্টপাধ্যায়, সার্ক কালচারাল সোসাইটির সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং সাধারণ সম্পাদক সুজন দে।

সাক্ষাতের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সংখ্যালঘুদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাদের নিরাপত্তায় সরকার সব ধরনের ব্যবস্থা করেছে। কোথাও কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটলে সরকার তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরো বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোর হাতে দমন করেছি। আগামী দিনে কেউ যদি সন্ত্রাসবাদ সৃষ্টির পাঁয়তারা করে তাও কঠোরভাবে দমন করা হবে।

এই সময় বিজেপি নেতা রাজকমল পাঠক বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিকতা ও যোগ্য নেতৃত্বের কারণে দুই দেশের মধ্যে চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হয়েছে। ভারতের বর্ডার এলাকায় আতঙ্কবাদীদের কঠোরভাবে দমন করায় ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

রোহিঙ্গা প্রসঙ্গে রাজকমল পাঠক বলেন, মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত যেতে হবে। এজন্য ভারত সরকার মিয়ানমার সরকারকে চাপে রেখেছে। এই সময় রোহিঙ্গাদের পাশাপাশি মিয়ানমার থেকে বিতাড়িত হিন্দুদের বিশেষ সুরক্ষার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বিজেপির এই নেতা।

উল্লেখ্য, সার্ক কালচারাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত দুই বাংলার মৈত্রী উৎসবে যোগদানের জন্য জাতীয় পার্টির নেতা আবু হোসেন বাবলার আমন্ত্রণে গত ২৬ অক্টোবর রাতে বাংলাদেশে আসেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা।