
ক্রীড়া ডেস্ক: দীর্ঘ আট বছর পর পাকিস্তানে আজ স্বাগতিকদের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কা দল। ঘরের মাঠে বহুল প্রতিক্ষীত এ ম্যাচ দেখতে স্বামী শোয়েব মালিকের সঙ্গে লাহোরে ছুটে গেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।
২০০৯ সালে শ্রীলঙ্কান টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়। এরপর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না হওয়ায় দেশের বাইরে যাযাবরের মতো ক্রিকেট খেলে বেড়াচ্ছে পাকিস্তান দল। তবে অনেক বলে-কয়ে কড়া নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় পাকিস্তানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়েছে শ্রীলঙ্কা দল। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টায় বহুল প্রতিক্ষীত এ ম্যাচটি মাঠে গড়াবে। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটিই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। আজ ঘরের মাঠের দর্শকদের সামনে তৃতীয় ম্যাচটি খেলতে নামবে পাকিস্তান দল।
লঙ্কান টিম বাসের ওপর ২০০৯ সালে সন্ত্রাসী হামলার পর বড় কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে সফর করেনি। সর্বশেষ দেশটি চ্যাম্পিয়নস ট্রফি জেতায় খোদ আইসিসি পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আগ্রহী হয়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ইন্ডিপেন্ডেনস কাপ। এছাড়া আইসিসি বিশ্ব একাদশের সঙ্গে পাকিস্তান দলের সিরিজের মধ্য দিয়েও নিজেদের আঙ্গিনায় ক্রিকেট ফেরানোর চেষ্টায় রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।