
ক্রীড়া প্রতিবেদক : ভালো শুরুর পর হঠাৎ পথ হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে মারলন স্যামুয়েলসের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বিপিএলের তৃতীয় আসরের চ্যাম্পিয়নরা। সিলেট সিক্সার্সকে ১৪৬ রানের লক্ষ্য দিয়েছে তারা।
প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছিল সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের মতো আজও টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক নাসির হোসেন।
ব্যাটিংয়ে নেমে কুমিল্লার শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। ইমরুল কায়েস ও লিটন দাস ৪ ওভারে ৩৪ রান তুলে ফেলেছিলেন। পঞ্চম ওভারে ইমরুলকে (১২) বোল্ড করে ৩৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাসির।
পরের ওভারে আরেক স্পিনার তাইজুল ইসলামের বলে ফিরে যান লিটনও (২১)। নিজের পরের ওভারের প্রথম বলে জস বাটলারকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তাইজুল। ভালো শুরুর পর ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে তখন বিপদে কুমিল্লা।
চতুর্থ উইকেটে অলক কাপালিকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন স্যামুয়েলস। কাপালি ১৯ বলে ২ ছক্কা ও এক চারে ২৬ করে ফিরলেও স্যামুয়েলস তুলে নেন ফিফটি।
শেষ ওভারে আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬০ রান আসে স্যামুয়েলসের ব্যাট থেকে। তার ৪৭ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কার মার। আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো ১১ রানে অপরাজিত ছিলেন।
২২ রানে ২ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার তাইজুল। ক্রিসমার সান্তোকিও ২ উইকেট নেন ৩০ রান দিয়ে। নাসির ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন একটি উইকেট। ৩১ রানে ১ উইকেট নেন লিয়াম প্লাঙ্কেট।
সংক্ষিপ্ত স্কোর:
কুমিল্লা: ২০ ওভারে ১৪৫/৬ (লিটন ২১, ইমরুল ১২, স্যামুয়েলস ৬০, বাটলার ২, কাপালি ২৬, মোহাম্মদ নবী ৫, ব্রাভো ১১*, সাইফউদ্দিন ১*; তাইজুল ২/২২, সান্তোকি ২/৩০, নাসির ১/১৮, প্লাঙ্কেট ১/৩১)।