
খুলনা : রূপসার ব্যবসায়ী নেয়ামুল করিম হত্যা মামলার প্রধান আসামি শেখ হান্নান। লোকজনকে ধরে নিয়ে নির্যাতন করে অর্থ আদায় করাই হচ্ছে তার মূল পেশা। স্থানীয় পুলিশ, এলাকাবাসী এবং তার নির্যাতনের শিকার একাধিক ব্যক্তি এ তথ্য জানিয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হান্নান প্রজন্ম লীগের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। নানা অপকর্মের কারণে এক বছর আগে তাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার দেয়াড়া ফরেন মার্কেট এলাকায় গিয়ে থমথমে পরিবেশ লক্ষ্য করা যায়। স্থানীয়রা শেখ হান্নানের ভয়ে মুখ খোলার সাহস দেখায়নি। তবে পরিচয় গোপন রাখার শর্তে অনেকেই হান্নান বাহিনীর নির্যাতনের কথা স্বীকার করেছেন। গত ৩০ অক্টোবর বিকেলে রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খেজুরতলা সংলগ্ন জুনায়েদের ডকইয়ার্ডে একটি বট গাছের সঙ্গে বেঁধে ব্যবসায়ী নেয়ামুল করিমকে নির্যাতন করা হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় তার বাবা শেখ সাইদুল কারিম বাদী হয়ে হান্নান শেখকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের খেজুরতলা এলাকার বাসিন্দা শেখ নুরুদ্দিনের ১০ সন্তানের মধ্যে হান্নান শেখ সবার ছোট। ছোট বেলা থেকেই তিনি জড়িয়ে পড়েন চাঁদাবাজিসহ নানা অপকর্মে। কারণে-অকারণে লোকজনকে ধরে এনে নির্যাতন করে অর্থ আদায় করাই ছিল তার মূল পেশা। এ কাজে সহযোগিতার জন্য তিনি নিজ সহোদর জিয়াদ শেখ, মিরাজ, শামীম, নুর জামান, মোশারফ ও মিজানুরসহ ১০/১৫ জনের একটি বাহিনী গড়ে তুলেছেন। হান্নানের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা প্রচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। একটি মামলার নথি থেকে জানা যায়, গত ১ মে শেখ হান্নান স্থানীয় দেয়াড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে কলেজ ছাত্র শেখ ফয়জুল ইসলাম ফয়সাল ও তার বন্ধু শিরগাতি গ্রামের রফি সরদারের ছেলে কেসমত আলম শুভ সরদারকে ফোন করে ডাকেন। কিন্তু তারা যেতে রাজি হননি। ওই দিনই দুপুর ১২টার দিকে পালপাড়া মোড় থেকে হান্নানের সহযোগীরা দুটি মোটরসাইকেলে করে তাদের তুলে নিয়ে যায়। এরপর খেজুরতলায় নিয়ে বট গাছের সঙ্গে উল্টো করে বেঁধে নির্যাতন করে। এক পর্যায়ে দুইজনকে ২ লাখ টাকা আনতে বলা হয়। খবর পেয়ে স্বজনেরা মোহাম্মদপুর এলাকার ইউপি সদস্য শফিকের মধ্যস্থতায় তাদের উদ্ধার করে। এ ঘটনায় ৪ মে ফয়সালের মা সায়রা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। মামলায় শেখ হান্নান, মিরাজ হাওলাদার, মিজানুর রহমান, মো. জিহাদসহ ৫/৬জনকে আসামি করা হয়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে হান্নান খুলনা কারাগারে ছিলেন। এদিকে নেয়ামুল হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে নেয়ামুলকে নির্যাতনে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছেন। গ্রেপ্তার চার আসামি হলেন- প্রধান আসামি হান্নানের সহযোগী নাদিম শেখ (৩০), সাইফুল ইসলাম (৩৪), মনিরুল ইসলাম (৩৪) ও খায়রুল ইসলাম (৩২)। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপসা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, মঙ্গলবার রাতেই চাঞ্চল্যকর এ মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে প্রধান আসামি হান্নান শেখকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এজাহারভূক্ত অপর আসামিরা হচ্ছে- হান্নানের সহোদর শেখ জুনায়েদ ও শেখ জাহিদ, মিরাজ হাওলাদার, মো. জিয়াদ, মো. মিজানুর রহমান, সাইফুল ইসলাম (বড়), নাদিম পেয়াদা, শামীম, কল্লোল, রিয়াদ, মো. রাবিক ও নূর জামান। গাছে বেঁধে নির্যাতনের সময় মাছ ব্যবসায়ী নেয়ামুল করিমকে জীবন বাঁচাতে আকুতি-মিনতি করতে দেখা গেছে ভিডিও ফুটেজে। নেয়ামুল বলেন, ‘আমার ঘরে যা আছে, তেনা-খাতা সব বিক্রি করে টাকা দিয়ে দেব, সবার সামনে কথা দিলাম, সাহেব (নির্যাতনকারী হান্নান) যা বলেছে, সেই ২২ লাখ টাকায় দিয়ে দেব, আর ৩ দিনের মধ্যে ভাবির (হান্নানের স্ত্রী) ১ লাখ টাকা পরিশোধ করব।’ তবে সেসব কথায় কান দেয়নি নির্যাতনকারীরা। উল্টো নিয়ামুলকে গালিগালাজ করতে দেখা গেছে তাদের। নেয়ামুলের পারিবারিক সূত্র জানায়, হান্নান বাহিনী নেয়ামুলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর নেয়ামুল ৭০ হাজার টাকা দেয় আর অবশিষ্ট টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই টাকা না দেওয়ায় নেয়ামুলকে দেয়াড়া গ্রামের জুনায়েদের ডকইয়ার্ড সংলগ্ন খেজুরতলা এবং দেয়াড়া সমাজ কল্যাণ যুবসংঘের ভেতরে নিয়ে এ নির্যাতন ও পিটিয়ে হত্যা করা হয়।
https://youtu.be/r_P-KLI-SEw