১৩ লক্ষ টাকার দোকান জোড় পূর্বক লিখে নেওয়ার অভিযোগ!

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: দাদন ব্যবসার স্বর্গরাজ্য জেলার হাতীবান্ধা উপজেলায় আইয়ুব আলী (২৪) নামের একজন ব্যবসায়ীর মালামালসহ ১৩ লক্ষ টাকার দোকান ৫ লক্ষ টাকায় জোড় পুর্বক লিখে নেওয়া, টাকা হাতে দিয়ে ছবি তুলে সেই টাকা কেড়ে নেওয়া, ব্যাংকের চেক ও স্টাম্পে সই নেওয়ার অভিযোগ উঠেছে উচ্চ সুদে দাদন ব্যবসায়ী মিলন মিয়ার (৩০) বিরুদ্ধে।
দোকান ফিরে পাবার আসায় সমাজপতির দ্বারেদ্বারে ঘুরে বিচার না পেয়ে থানায় অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে দাদন ব্যবসায়ীরা। ফলে প্রাণের ভয়ে আতংকে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী ব্যবসায়ী আইয়ুব আলী।গত ৬ ডিসেম্বর উপজেলার আলিমুদ্দীন ডিগ্রী কলেজ মোড় এলাকায় আইয়ুব আলীর মা কসমেটিক্স এর দোকানে ঘটনাটি ঘটে। আর ঘটনার মুল নায়ক উচ্চ সুদে দাদন ব্যবসায়ী পার্শ্ববর্তী দোকানদার মিলন মিয়া। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা আর সমালোচনার ঝড় উঠেছে।এ ব্যাপারে আইয়ুব আলী পুর্ব সিন্দুর্নার মকবুল হোসেনের ছেলে দাদন ব্যবসায়ী মিলন মিয়াকে প্রধান আসামী করে ৬ জনের নামে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন। আইয়ুব আলী উপজেলার দক্ষিণ গড্ডিমারী (৪ নং ওয়ার্ড) হাজির মোড় এলাকার আজিজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকার মৃত্যু আজিজুল ইসলামের ছেলে আইয়ুব আলী ৯/১০ মাস পুর্বে উপজেলার আলিমুদ্দীন ডিগ্রী কলেজ মোড় এলাকায় আবু বকর সিদ্দিকে দোকান ঘড় ভাড়া নিয়ে কসমেটিক্সের দোকান করে আসছিলো। দাদন ব্যবসায়ী মিলন মিয়া (৩০), মিজানুর রহমান (২৫), আমিনুর রহমান (৩০), লম্বা বাবু (৩২) এবং মোতালেফ (৩২) বাদী আইয়ুব আলীকে নানা রকম লোভ লালসা দেখিয়ে, ফুসলিয়ে সুদের উপর টাকা দেয়। সেই মোতাবেক বাদীও তাদেরকে সুদের টাকা নিয়মিত ভাবে দিতে থাকেন।
এরপরেও পার্শ্ববর্তী দোকানদার মিলন মিয়ার চক্রান্তে অন্যান্য আসামীগণ সুদের টাকা উদ্ধারের জন্য বাদীকে কঠিন চাপ দিতে থাকে। ৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার সময় মিলন মিয়া জোড় পুর্বক আইয়ুব আলীর মালামালসহ ১৩ লক্ষ টাকার দোকান, ৫ লক্ষ টাকায় দাম দেখিয়ে ঐ টাকা সুদারুদের মাঝে ভাগ করে নেন। এছাড়াও আইয়ুব আলীর স্বাক্ষরিত প্রাইম ব্যাংকের (৮২১ নং) ১টি ফাকা চেক তার হাত থেকে কেড়ে নিয়ে তাকে খালি হাতে দোকান থেকে বেড় করে দেন।আইয়ুব আলী বলেন -আমি বহু কষ্টকরে জমানো টাকা, গরু-ছাগল, হাঁস মুরগী, আমার স্ত্রীর নামে শেষ সম্বর ৯ শতাংশ জমিসহ সব কিছুই বিক্রি করে কসমেটিক্সের দোকানটি দিয়েছিলাম। দোকানও খুবই ভালো চলছিলো। লাভও ভালোই হচ্ছিলো। মিলন মিয়ার চক্রান্তের ফাদে পা দিয়ে আমি আজ সর্বশান্ত হলাম। ভয় দেখিয়ে জোড় পুর্ব দোকানটি লিখে নিয়ে তারা আমার হাতে একটি টাকাও পর্যন্ত দিলো না। এবিষয়ে আমি অনেক যায়গায় বিচার চেয়ে কোথাও বিচার পাচ্ছিনা।
এরপর সে কেদে কেদে প্রতিবেদকের কাছে বলেন – একদিকে আমি এখন স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধা মাসহ না খেয়েই আছি। অপর দিয়ে থানায় অভিযোগ করার দায়ে তাদের অব্যাহত হুমকিতে আমি ঘড় থেকে বের হতে পারছি না।এব্যাপারে মিলন মিয়ার কাছে জানতে চাইলে সে রাগাম্বিত স্বরে প্রতিবেদককে বলেন- আমিও কালকে টাকা দিয়ে সাংবাদিক এনে আইয়ুব আলীর বিরুদ্ধে নিউজ করব।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন- বিষয়টি বসে সমাধান করার জন্য সিন্দুর্না ইউপি চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন।