১৫৫টি জাল ক্রেডিট কার্ড উদ্ধার বিদেশে অর্থ পাচারের অভিযোগে উত্তরা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব

এস,এম মনির হোসেন জীবন : বিদেশি ক্রেডিট কার্ড এর মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে মিঠুন আহমেদ (হৃদয়) (১৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। তার পিতার নাম মনিরুজ্জামান। টাঙ্গাইল জেলার সদর থানার কলেজ পাড়া এলাকায় তার গ্রামের বাড়ি। এসময় র‌্যাব সদস্যরা তার কাছ থেকে ১৫৫টি জাল ক্রেডিট কার্ড উদ্ধার করেন। এই কার্ডগুলো যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে বলে তথ্য মিলেছে।

মঙ্গলবার দিবাগত রাত সোয় ৯টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুর এবি সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করে র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাব-১,উত্তরা এর অপস অ্যান্ড মিডিয়া অফিসার সিনিয়র (এএসপি) সামিরা সুলতানা আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এএসপি সামিরা সুলতানা আজ জানান, আটককৃত ব্যক্তি বিদেশ থেকে পাইওনিয়রসহ বিভিন্ন অনলাইন মানি ট্রান্সফারের কার্ড নিয়ে আসত। পরে ইলেক্ট্রনিক মানি (ই-মানি) ট্রান্সফারের মাধ্যমে সে অর্থ বিদেশে পাচার করত।

তিনি আরও জানান, তার প্রক্রিয়াটা ছিল প্রায় হুন্ডির মতো। কার্ডে বিদেশ থেকে মুদ্রা জমা হলে বাংলাদেশের গ্রাহকদের টাকা দিয়ে দিত মিঠুন। আবার অনেক সময় কারো বিদেশে কোনো ট্রানজেকশনের দরকার হলে সে কাজটি ও করে দিত মিঠুর।

র‌্যাব-১ এর অফিস সুত্রে জানা যায়, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মিঠুন আহমেদ (হৃদয়) (১৯) প্রথমে ভ‚য়া নাম ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের না¤¦ারসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে অনলাইনে প্রি-পেইড মাস্টার কার্ড তৈরির জন্য আবেদন করতো। মিঠুন বিজ্ঞাপন প্রদান মারফত দেশীয় ক্রেতাদের নিকট এই কার্ডগুলো বিক্রয় করতো।

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, ক্রেতারা এই কার্ডের দ্বারা বিদেশ হতে অর্জিত অর্থ নির্দিষ্ট কার্ডের একাউন্টে ডলারে প্রেরণ করে, যার বিপরীতে নগদ দেশীয় মুদ্রা সুনির্দিষ্ট ব্যক্তিকে দেশে প্রদান করা হতো, এর দরুন সরকার বৈদেশিক অর্থের রেমিটেন্স হতে বি ত হচ্ছিল। পক্ষান্তরে, বিপুল পরিমাণ দেশীয় অর্থ ডলারে রুপান্তরিত হয়ে কার্ডের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। এই অর্থ পাচার চক্রের সদস্যদের সনাক্ত করতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিঞ্জাসাবাদ শেষে আজ বুধবার রাতে ধৃত আসামী মিঠুনকে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্বে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।