
সচিবালয় প্রতিবেদক : আগামীকাল ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এবারের দিবসের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০১৭ এর লক্ষ্য হচ্ছে সবাইকে নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে অবহিত করা। এ ছাড়া কীভাবে শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ এবং ৬ মাসের পরে ঘরে তৈরি পরিপূরক খাবার খাওয়ানোর মাধ্যমে এসডিজি অর্জন ত্বরান্বিত করা যায় সে বিষয়ে জানানো। শিশুকে বুকের দুধ খাওয়ানো এবং শিশুর পুষ্টি ও খাবারকে টেকসই উন্নয়নের নতুন অধ্যায়ে অন্তর্ভুক্তির জন্য সব পর্যায়ে বিভিন্ন কার্যক্রম দ্রুত জোরদার করার বিষয়েও লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
তিনি আরো বলেন, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এবার ১ আগস্ট দৈনিক সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া মোবাইল ফোনে এ দিবসের বার্তা পাঠানো হবে। ১ আগস্ট ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান হবে।
জাহিদ মালেক জানান, দিবস উপলক্ষে আগামী ৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। এ ছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন এবং কমিউনিটি হাসপাতালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের র্যালি, শিশুকে মায়ের দুধ খাওয়ানো, বাড়তি খাবার খাওয়ানোর বিষয়ে সভা ও আলোচনা সভা হবে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. কাজী মোস্তফা সারোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।