২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। একই সঙ্গে এই সময়ের মধ্যে মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলারে দাঁড়াবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। ‘স্বপ্ন সাজাই’ নামে একটি সংগঠন ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ : অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে ডিজিটাল দেশ গঠনে সরকারের গৃহীত কর্মপরিকল্পনা তুলে ধরেন এটুআই প্রোগ্রামের পরিচালক (ইনোভেশন) মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বলে আজ বাংলাদেশ এতদূর এগিয়ে গেছে। অপার সম্ভাবনার বাংলাদেশে ডিজিটাল পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তরুণ বয়সে জাতীয় রাজনীতিতে এসে বাংলাদেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছেন বলেই আমরা আজ স্বাধীনতা পেয়েছি। তিনি স্বপ্ন না দেখলে আমরা স্বাধীনতা পেতাম কি না সন্দেহ আছে।

শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি আরো সম্প্রসারণ করা প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ। তিনি বলেন, আমাদের গ্রামাঞ্চলে সব বিদ্যালয়ে এখনো ডিজিটাল পদ্ধতি পৌঁছায়নি। এসব বিদ্যালয়ে দ্রুত ডিজিটাল পদ্ধতি পৌঁছানোর ব্যবস্থা করা প্রয়োজন।

গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক রোকেয়া প্রাচী, কলামিস্ট আবু সাঈদ, একাত্তর টেলিভিশনের বার্তা পরিচালক ইশতিয়াক রেজা প্রমুখ।