৬১৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুরোধে এবং প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে এই বিশেষায়িত প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

এ ব্যাপারে প্রকল্প পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে আহ্বায়ক করে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে বলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম রাইজিংবিডিকে জানান, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী চট্টগ্রামের গুরুত্ব সর্বাগ্রে বিবেচনা করে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে বড় অংকের অর্থ বরাদ্দ প্রদান করেছেন। ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকারকে আহ্বায়ক করে গঠিত টেকনিক্যাল কমিটি’তে সদস্য সচিব করা হয়েছে প্রকল্প পরিচালক (পিডি) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিনকে। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসার একজন করে প্রতিনিধি এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের প্রধান প্রকৌশলীকে সদস্য করা হয়েছে।

টেকনিক্যাল কমিটি প্রকল্পটির সামগ্রিক বিষয় পর্যালোচনা করে ডিসেম্বর মাসের মধ্যেই তাদের রিপোর্ট প্রদান করবে।আর আগামী জানুয়ারি মাস থেকেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে সিডিএ চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেছেন।

আবদুচ ছালাম বলেন, এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য আমরা প্রথমে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের ‘আর্মড ফোর্স ডিভিশনকে’ অনুরোধ করেছি। মন্ত্রণালয় আমাদের অনুরোধের চিঠিটি আর্মড ফোর্স ডিভিশনের কাছে পাঠায়। আর্মড ফোর্স ডিভিশন পারবর্তীতে প্রধানমন্ত্রীর সম্মাতি নিয়ে এই প্রকল্পের কাজ করতে সম্মত বলে পূর্ত মন্ত্রণালয়কে জানিয়ে দেয়। আর্মড ফোর্স ডিভিশনের সম্মতির বিষয়টি মন্ত্রণালয় সিডিএকে জানিয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য বলে। সেই মোতাবেক সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

উল্লেখ্য, চলতি বছরের গত ৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সিডিএ’র গৃহীত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগাপ্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছিল। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে পাঁচ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত।