ক্রীড়া ডেস্ক: আইপিএলে সর্বোচ্চ স্কোরারের রেকর্ড কোহলি। গতকাল মুস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ হাজার ৫৫৮ রান নিয়ে শীর্ষে ছিলেন রায়না। রায়নাকে ছাড়িয়ে যেতে গতকাল মাত্র ৩১ রান দরকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক কোহলির। মুম্বাইয়ের বিপক্ষে অসাধারণ এক ইনিংসে নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেলেন ভারতীয় এ রানমেশিন।
১৬৩ ইনিংসে চেন্নাইয়ের হয়ে ৪ হাজার ৫৫৮ রান করেছিলেন রায়না। ১৫৩ ইনিংসে এবার তাকে ছাড়িয়ে গেলেন কোহলি। বেঙ্গালুরুর হয়ে খেলতে নেমে গতকাল ৯২ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন কোহলি। আইপিএল ক্যারিয়ারে কোহলির মোট রান এখন ৪ হাজার ৬১৯।
আইপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সে ইতিহাস গড়লেও গতকাল নিজ দল বেঙ্গালুরুর হার এড়াতে পারেননি কোহলি।মুম্বাই ইন্ডিয়ান্সের ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাট হাতে শুধু একাই লড়েছেন কোহলি। তার অপরাজিত ৯২ রানের ইনিংসে ভর করে মুম্বাইয়ের বিপক্ষে ১৬৭ রানে থেমেছে বেঙ্গালুরু। ফলে মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে ৪৬ রানে ফিরতে হয়েছে বিরাট কোহলির দলকে।


