আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এটি আঘাত হানে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে। রাজধানী কাবুলসহ প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, অ্যাবোটাবাদ, লাহোর এবং ভারতের দিল্লি, ভাওয়ালপুর ও কাশ্মীরে কম্পন অনুভূত হয়েছে।
আফগান সংবাদমাধ্যম বাখতার নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চল থেকে ২২ মাইল দক্ষিণে জারম এলাকায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১১৯ মাইল।
তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আতকিংত লোকজন তাদের অফিস ছেড়ে দ্রুত বের হয়ে আসছে।


