কলেমার দাওয়াত পৌছানো আমাদের ঈমানী দায়িত্ব

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়, সুশৃঙ্খল ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ, তাবলীগ জামাতের দেশী-বিদেশী শীর্ষ মুরুব্বি, বুর্জুগ আলেম-মাওলানাদের গুরুত্বপূর্ণ বয়ান, নফল নামাজ, তাসবিহ তাহলিল, জিকির-আসগার ও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসল্লিরা। আজ রোববার যোহর নামাজের পূর্বে যে কোনো এক সময় আখেরী মোনাজাতের মধ্যদিয়ে আলমী শুরার তত্বাবধানে শুরায়ে নেজামের ৫৫তম বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে।

বিশ্ব তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা যোবাযের আহমেদ কাঙ্খিত আখেরী মোনাজাত পরিচালনা করবেন বলে জানান তাবলীগ জামাত আয়োজক কমিটির মুরুব্বিরা। আখেরি মোনাজাত শেষে এ পর্বে আগত মুসল্লিরা ময়দান ত্যাগ করবেন। আখেরী মোজাতে বেশ কয়েকজন ভিআইপি অংশগ্রহন করবেন বলে জানা গেছে। পরে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী পন্থী মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলামের অনুসারী মুসল্লিরা ময়দানে প্রবেশ করে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিবেন।

১৯ জানুয়ারি মধ্যাহ্নের পূর্বে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমার ৫৫তম আসর। লোক সমাগম বৃদ্ধি করে নিজেদের অনুসারী সংখ্যা দেখানোর একটি নীরব প্রতিযোগীতা দু’পক্ষের মধ্যেই চলমান রয়েছে বলে অনেক মুসল্লিরা জানিয়েছেন। ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬টি (৮৮, ৮৯, ৯০, ৯১, ৯২ ও ১৫(খ) সংরক্ষিত খিত্তাসহ ৯২টি খিত্তা স্থাপনের পরও ১৪টি নতুন খিত্তা স্থাপন করা হয়েছে। এর পরও মুসল্লি সংখ্যা বেশী হওয়ায় রাস্তার পাশ, অলি-গলি, বাসাবাড়ির ছাঁদ এমনকি পাঁকা টয়লেটের ছাঁদেও মুসল্লিরা রাত্রি যাপন করছেন।

তাবলীগের ৬ উসূলের (মৌলিক বিষয়ে) উপর গতকাল বাদ ফজর সৌদির আরবের মাওলানা আব্দুর রহমানের বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় দিনের বয়ান শুরু হয়। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল। বাদ আছর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। উর্দূতে বয়ান হলেও বাংলা, ইংরেজী, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষনিক অনুবাদ করা হচ্ছে। বিদেশী মেহমানরা মূল বয়ান মে র উত্তর, দক্ষিণ ও পূর্বপাশে হোগলা পাটিতে বসেন। বিভিন্ন ভাষাভাষীর মুসল্লিরা আলাদা আলাদা বসেন এবং তাদের মধ্যে একজন মুরব্বি মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শুনান। মুরব্বীদের বয়ান চলাকালে পুরো ইজতেমা ময়দান জুড়ে নেমে আসে পিনপতন নীরবতা। সকালের তীব্র ঠান্ডা বাতাস, কনকনে শীত, ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে মুসল্লিদেরকে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় অধিক মনযোগ সহকারে বুজুর্গ মুরুব্বিদের মূল্যবান বয়ান শুনতে দেখা যায়।

এ পর্বের দ্বিতীয় দিনেও ইজতেমাস্থলে মুসল্লিদের আগমন ঢল অব্যাহত রয়েছে। তাছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার মসজিদের ইমামদের তত্ত¡াবধানে অগনিত মানুষ আল্লাহর সান্নিধ্য লাভের নিমিত্বে ময়দানে সমবেত হয়ে নফল বন্দেগী ও মাওলানাদের বয়ান শুনছেন। বিশ্ব ইজতেমা উপলক্ষে শিল্পনগরী টঙ্গী পবিত্রতার চাদরে মোড়া ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ময়দান অভিমূখে মানুষের আগমন ¯্রােত অব্যাহত থাকবে।

বধিরদের জন্য বয়ান : বিশ্ব ইজতেমায় আগত বধির (কানে শোনে না এমন) মুসলি¬দের জন্য তুরাগ নদীর পশ্চিম পাড়ে নির্ধারিত খিত্তায় জামাতবদ্ধ করে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে। তাদের বিশেষ ব্যবস্থায় ইশারা ভাষায় ইঙ্গিতের মাধ্যমে বয়ান বুঝিয়ে দেওয়া হয়।

ছুটি বাতিল ও ছুটি ঘোষণা : বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ গাজীপুর জেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ইজতেমা চলাকালীন সময়ে ছুটি বাতিল করা হয়েছে। এদিকে ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকায় স্কুল-কলেজ-মাদ্রাসা, অফিস-আদালত, গার্মেন্ট কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও ৫ মুসল্লির মৃত্যু : আজ শনিবার দুপুর ১২টা নাগাদ ময়দানে আরও ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- বরিশাল জেলার গৌরনদী থানার খাঞ্জাপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আলী আজগর বয়াতী (৭০), নারায়নগঞ্জ জেলার বন্দর থানার থানার বন্দর দক্ষিনপাড়া গ্রামের মৃত উসমান আলী ছেলে ইউসুফ আলী মেম্বার (৪৫), রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আব্দুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫)।

এর আগে নওগাঁ জেলার আত্রাই থানার পাইকরা বড়বাড়ি গ্রামের মৃত সোলাইমানের ছেলে শহীদুল ইসলাম (৫৫), গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া থানার লাখিরপাড় গ্রামের মৃত হাসেম আলীর ছেলে এয়াকুব শিকদার (৭৫), সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার পাটাগ্রামের মৃত আমির শেখের ছেলে খোকা মিয়া ( ৬০) এবং চট্রগ্রাম জেলার কটিয়া থানা এলাকার খইগ্রামের গোড়া মিয়া ছেলে মোহাম্মদ আলী (৭০) মারা যান। এ নিয়ে ইজতেমায় আগত মোট ৯ জন মুসল্লি মৃত্যু বরন করেছেন। বিষয়টি ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী নিশ্চিত করেছেন।

মুসল্লিদের চরম দূর্ভোগ : ময়দানের সুবিশাল প্যান্ডেলের কোথাও তিল ধারনের ঠাঁই নেই। লাখো মুসল্লি মূল প্যান্ডেল তথা ময়দানের কোথাও ঠাই না পেয়ে মুসল্লিদের উপচে পড়া ভীড় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। অনেক মুসল্লি বাড়ি ফিরে গেছেন। ফলে ইজতেমা ময়দান ও এর পার্শ্ববর্তী এলাকায় মুসল্লিদেরকে কনকনে শীত উপেক্ষা করে রাস্তায়, অলিগলি, ভবনের ছাঁদ, হাসপাতাল প্রাঙ্গণ এমনকি পাকা টয়লেট ভবনের ছাঁদে রাত কাটাচ্ছে এবং তখনো ইজতেমা অভিমুখী মুসল্লিদের কাফেলার জন¯্রােত অব্যাহত ছিল। ময়দানে ধারণক্ষমতার বহুগুণ বেশি তাবলিগ সাথীদের উপস্থিতির কারণে খাবার, পানি, অজু, গোসল, পয়ঃনিষ্কাশন ইত্যাদি অত্যাবশ্যকীয় প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে আগত মুসল্লিরা। এছাড়াও ময়দানের চারিপাশের রাস্তা, অলি-গলিতে ভাসমান দোকানদাররা হরেক রকমের দোকানের পসরা সাজিয়ে বসায় প্রথম পর্বে আগত মুসল্লিদের চলাচলে বেশ কষ্ট হচ্ছে। এছাড়াও ময়দানের বিভিন্নস্থানে ময়লা-আবর্জনার স্তুপ পড়ে থাকায় চারিদিকে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে মুসল্লিরা শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে ইজতেমা ময়দান ও আশপাশে পুলিশ থাকলেও রাতে মহাসড়কে যানজট নিরসনে কোন তেমন কোন ভুমিকা চোখে পড়েনি। শনিবারও দিনব্যাপী সর্বত্রই যানজট লেগে ছিল। বিভিন্ন স্থানে তীব্র যানজট লেগে থাকায় আগত মুসল্লিদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের দুই পাশে বিছানা বিছিয়ে মুসল্লিরা সারিবদ্ধভাবে মুসল্লিরা অবস্থান নেওয়ায় ধীরে ধীরে রাস্তা সংকোচিত হয়ে আসে। কোথাও কোথাও যানবাহন এমনকি হেঁটে চলাচল করতেও কষ্ট হচ্ছে মুসল্লিদের।

ভিক্ষুকের উপদ্রব ও অজ্ঞান পার্টির খপ্পর : বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা ও থানা থেকে টাকা রোজগারের উদ্দেশ্যে ফুটপাতে হকার ও মৌসুমী ভিক্ষুক ইজতেমা ময়দানে ও আশপাশের এলাকায় ভীড় জমিয়েছে এদের সাথে যোগ হয়েছে পকেটমার, ছিনতাইকারী ও অজ্ঞানপাটির সদস্যরাও, এদের নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনী কঠোর নজরদারি থাকার পরও ইজতেমায় দু’জন মুসল্লি অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। তারা হলেনÑ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কুলকাইচ্ছা গ্রামের আমির হোসেন (৪৫) ও একই উপজেলার ছাগলা গ্রামের আলমগীর হোসেন (৫৫)। তাদের সাথী নাগর মিয়া জানান, ময়দানের পাশে একটি দোকান থেকে চিঁড়া কিনে খাওয়ার পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন।

টঙ্গীতে বাসা বাড়ীতে উৎসবের আমেজ : বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে টঙ্গী এলাকাসহ আশ-পাশের আবাসিক এলাকাগুলোতে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। কনকনে শীতে হীমেল বাতাসকে উপেক্ষা করে প্রতিটি বাসা বাড়িতে ইজতেমা উপলক্ষে বিভিন্ন জেলা থেকে আসা মেহমানদের আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা গেছে গৃহবধূ থেকে শুরু করে বাড়ির মা, বোনদের। কে কার আগে রান্না করে মেহমানদের আপ্যায়ন করবে এনিয়ে অনেক বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে চলছে প্রতিযোগীতা।

মোবাইল কোর্ট : গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, ঢাকা বিভাগীয় কমিশনারের নির্দেশে বিশ্ব ইজতেমায় গাজীপুর জেলা প্রশাসন প্রতিদিন দুই পালায় মোবাইল কোর্ট পরিচালনা করছে। ইজতেমা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, হকার উচ্ছেদ, সড়ক পরিবহন আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, ওজনে কম, ভেজাল, পচাঁ ও বাসি খাদ্যদ্রব্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসব মোবাইল কোর্ট দায়িত্ব পালন করছেন। একই সাথে ইজতেমায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা প্রদান করছেন এসব মোবাইল কোর্ট। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে ষ্টেশনরোডের খাবার হোটেল ও রেস্তোরাসহ বিভিন্ন খাবারের দোকান ও হোটেল মালিকদের বিরুদ্ধে একাধিক মামলা ও নগদ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

যৌতুকবিহীন বিয়ে : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন (শনিবার) বাদ আসর ৯৮ জোড়া বর-কনের যৌতুক বিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গনমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন। পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মে র সামনে উপস্থিত হন আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ ও দোয়া করা হয়। এর আগে সকালে ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম পার্শে¦র বিদেশী মেহমানদের কামরায় কালেমা পড়ে হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেন গাজীপুরের গাছা এলাকার রতন বসাক।গত দু’বছর যৌতুক বিহীন বিয়ে সংশ্লিষ্ট এলাকার মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা সেবা: টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে শনিবার বেলা ৩টা পর্যন্ত প্রায় ৮ হাজার ৯শ’ মুসল্লি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে বাথজ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, পেটেরপীড়া, শ্বাসকষ্ট ও হৃদরোগসহ বিভিন্ন রোগজনিত কারনে ১৮ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে এবং ৬১ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক ডা. মাসুদ রানা। এছাড়া ইজতেমাস্থলের পার্শ্ববর্তী ফ্রি-মেডিক্যাল ক্যাম্পগুলোতে প্রায় দেড় লাখ মুসল্লি বিনামূল্যে বিভিন্ন রোগের ওষুধ সংগ্রহ ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিদেশী মুসল্লিদের অংশগ্রহণ: ইজতেমার প্রথম পর্বে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, চাঁদ, ইথিওপিয়া, ফ্রান্স, জার্মানী, ভারত, পাকিস্থান, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিনআফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, কাজাখাস্তান, খিরগিস্থান, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, কেনিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান, দুবাইসহ বিশ্বের ৫১টি দেশের পাসপোর্ট জমা প্রদান করে ১ হাজার ৮’শ ৭৫ জন মুসল্লি ইজতেমা ময়দানে হাজির হয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে। বিভিন্ন ভাষা-ভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশী মেহমানদের ভিন্ন ভিন্ন তাবু নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে।

গ্রেফতার: টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, উত্তরা ও তুরাগ থানায় এলাকায় হকারসহ বিভিন্ন অপরাধে অর্ধশতাধিক লোককে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়াও স্থানীয় প্রশাসন এলাকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টির সদস্যদের পূর্ববতী তালিকা অনুযায়ী গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। মহাসড়কে যান চলাচলে নিদের্শনা তাবলীগ জামাতের অন্যতম বৃহত্তম এই সম্মিলনের নিরাপত্তা ও মুসল্লিদের যাতায়াত নির্বিঘœ করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পক্ষ থেকে যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কে এম আরিফুল হক জানান, ইজতেমাকালীন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যানবাহন পার্কিংয়ের স্থান নির্ধারণসহ ১২ জানুয়ারি (রোববার) ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

তিনি বলেন, ১২ জানুয়ারি (রোববার) ভোর ৪টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার সড়ক-মহাসড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ রাখা হবে। যানচলাচল বন্ধ রাখার স্থানগুলো হচ্ছে- টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া পর্যন্ত, টঙ্গী স্টেশন রোড ক্রসিং থেকে মীরের বাজার পর্যন্ত এবং মুন্নুগেট হতে কামারপাড়া পর্যন্ত। একইভাবে ১৯ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত উপলক্ষেও ওইসব এলাকার সড়ক-মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন বলেন,, আগামীকাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে আসবেন। এ কারণে মুসল্লিদের চাপ বেশি থাকবে। মুসল্লিদের সুবিধার্থে শনিবার দিবাগত রাত ১২টা থেকে ইজতেমা মাঠসংলগ্ন ঢাকার আব্দুল্লাপুর, কামাড়পাড়া, গাজীপুরের ভোগড়া বাইপাস ও মীরের বাজার পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ১৫টি শাটল বাস তাদের আনা-নেওয়া করবে।