কালিয়াকৈরে মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : শনিবার ভোরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।

সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বাসু দেব সিনহা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মৌচাক এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে ভোর ৬টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।