ক্রীড়া ডেস্ক: বিশ্বখ্যাত কোমল পানীয় কোকাকোলার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মুস্তাফিজুর রহমান। গত প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানটির অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলাদেশি এ কাটার মাস্টার। এবার তার সঙ্গে আর দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে প্রতিষ্ঠানটি।
নতুন চুক্তি অনুয়ায়ী কোকাকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ২০১৮ ও ২০১৯ সাল পর্যন্ত থাকবেন মুস্তাফিজ। কোকাকোলা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান ও মুস্তাফিজ আজ চুক্তি নবায়নে সাক্ষর করেন।
এ প্রসঙ্গে কোকাকোলার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘কোকাকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেট তারকা ও তরুণ আইকন মুস্তফিজুর রহমান ২০১৮ ও ২০১৯ সাল পর্যন্ত প্রচারমূলক কার্যক্রমে অংশ নিবেন।’
কাঁধে অস্ত্রোপচারের পর আবারও নিজেরে সেরা ফর্মে ফেরার চেষ্টা করছেন মুস্তাফিজুর রহমান। ঘরের মাঠে সবশেষ ত্রিদেশীয় সিরিজে বল হাতে কিছুটা খুনে চেহারায় দেখা গেছে তাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার ২ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।


