
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: গত ১৯ নভেম্বর ২০২১ খানসামা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে ৬ টি পদের মধ্যে ৩টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেও ৬ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম চেয়ার প্রতীকে ও তাপস কুমার দাস আনারস প্রতীকে, সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারী মোঃ গোলাম রাশেদ চৌধুরী মই প্রতীকে ও মোঃ মাজেদুল হক মোরগ প্রতীকে, ট্রেজারার পদে বর্তমান ট্রেজারার শতীশ চন্দ্র রায় আম প্রতীকে ও মোঃ আব্দুর রায়হান বটগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরতিহীনভাবে সকাল ১০ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।