খালেদা জিয়ার রায় ঘোষণাকে ঘিরে খুলনা নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণাকে ঘিরে খুলনা নগরীতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন পুলিশের নিয়ন্ত্রণে। বিশেষ করে নগর ও জেলা বিএনপি কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। কার্যালয় তালাবদ্ধ রয়েছে এবং সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ছয় প্লাটুন বিজিবি সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।

নগরীতে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন তুলনামূলক কম পরিলক্ষিত হচ্ছে। বেশির ভাগ স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

বুধবার রাত থেকে খুলনার রাজপথ ফাঁকা হয়ে যায়। রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত নগরীতে সকল প্রকার লাঠি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য বহন নিষিদ্ধ করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।


বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মহানগরী অধিকাংশ দোকানপাট খোলেনি। দু-একটি চা ও মুদি দোকান খোলা দেখা গেছে। শহরে প্রবেশের সবগুলো পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে। খুলনা থেকে ঢাকাসহ দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। শহরে গণপরিবহন তুলনামূলক কম চলছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মনিরা সুলতানা বলেন, খুলনার গুরুত্বপূর্ণ ৩৬টি পয়েন্টে তল্লাশির জন্য নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। মহানগরীতে পুলিশের ২৪টি টহল টিম কাজ করছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর ১২০০ সদস্য দায়িত্ব পালন করছে। র‌্যারের টহলও বাড়ানো হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেন, জেলা এবং কেএমপি পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে ছয় প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে যে কোনো সময় তাদের মোতায়েন করা হবে।