গোপালগঞ্জ প্রতিনিধি : নিহত বৃদ্ধের নাম কানাই লাল ঠাকুর (৭০)। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার পদ্মবিলা গ্রামে। গোপালগঞ্জ সদর থানার বৌলতলী তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান জানান, ঘটনাস্থলে রাস্তা পারাপার হচ্ছিল কানাই লাল ঠাকুর। এ সময় মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসী পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


