ক্রীড়া ডেস্ক : ঘটনা-১, ডান দিক থেকে দারুণ একটি নিচু ক্রস দিলেন অ্যান্তনিও কানড্রেভা। গোলরক্ষক সামনের দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেলেন না। মাউরো ইকার্দির সামনে সহজ সমীকরণ- বাঁ দিকে ছয় গজ বক্সের ভেতর থেকে ফাঁকা পোস্টে আলতো টোকা দিলেই গোল। কিন্তু ইকার্দি বলটা মারলেন পোস্টের বাইরে দিয়ে।
ঘটনা-২, ডান দিক থেকে আরেকটি নিচু ক্রস। আবারো ঝাঁপিয়ে পড়ে পরাস্ত গোলরক্ষক। বাঁ দিকে ছয় গজ বক্সের ভেতর থেকে বলটা ফাঁকা পোস্টে পাঠালেই গোল। ইকার্দির ফ্লিকে আবারো বল গেল পোস্টের বাইরে দিয়ে। দ্বিতীয়টা যেন ঠিক প্রথমটার ‘কার্বন কপি’! পার্থক্য বলতে প্রথম শটটা ডান পায়ের, দ্বিতীয়টা বাঁ পায়ের।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দির অবিশ্বাস্য দুটি গোল মিসে কাল মিলান ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইন্টার মিলান। ম্যাচের শুরুতে অবশ্য ইকার্দি একবার বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় অফ সাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
এই ম্যাচ জিততে পারলে সিরি ‘আ’র পয়েন্ট টেবিলে রোমাকে (৬০ পয়েন্ট) টপকে তিনে উঠে যেত ইন্টার মিলান। কিন্তু ড্র করায় আগের মতো চারেই আছে তারা (৫৯ পয়েন্ট)। ছয়ে আছে এসি মিলান (৫১ পয়েন্ট)। ৭৪ পয়েন্ট নিয়ে নাপোলি দুইয়ে, ৭৮ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে সবার ওপরে। লিগের বাকি আর আট রাউন্ড।
https://youtu.be/MzhhRfXk7-A


