চট্টগ্রামে এলাকায় কমপক্ষে ৪০টি ঝুপড়ি দোকান আগুনে পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ সব দোকান পুড়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ ১০ লক্ষাধিক টাকা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার নয়াবাজার এলাকায় কমপক্ষে ৪০টি ঝুপড়ি দোকান আগুনে পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস বিভাগের আগ্রাবাদ স্টেশন কর্মকর্তা প্রহলাদ কুমার সিংহ জানান, ভোরে পতেঙ্গা নয়াবাজারের ঝুপড়ি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে কমপক্ষে ৪০টি ঝুপড়ি দোকান পুড়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার ও আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে।