চট্টগ্রামে পুলিশ লাইন কোয়ার্টার থেকে স্পেশাল ফোর্সের এক এএসআই লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইন কোয়ার্টার থেকে স্পেশাল ফোর্সের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম কালঞ্জয় চাকমা (৩৫)।

মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, কোয়ার্টারের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। কালেঞ্জয় চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায়। তার একটি ছেলে সন্তান রয়েছে।