চলনবিলে ভরা রোপণ মৌসুমে বোরো ধানের চারা সংকট

আলহাজ আলী রনি বিশেষ প্রতিনিধিঃ চলনবিলের ৮ উপজেলায় এখন চলছে বোরো ধান রোপণের ভরা মৌসুম। আর এ সময়ই দেখা দিয়েছে বোরো ধানের চারা সংকট। চলনবিলের বিভিন্ন স্থানীয় হাট বাজারে চারা কিনতে গিয়ে কৃষক দিশাহারা হয়ে পড়েছেন। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে জানুয়ারী শেষ সপ্তাহ থেকে পুরো ফেব্রয়ারী মাস বোরো ধানের চারা রোপনের ভরা মৌসুম। কুয়াসা ও শীতের কারুণে মাঠে নামতে না পারায় এমনিতেই এবার একটু দেরি হয়েছে বোরো রোপন করতে কৃষকদের। কিন্তু আবাদের শুরুতেই চলনবিলে এলাকায় কৃষক ধানের চারা সংকটে পড়েছেন। উল্লাপাড়া উপজেলার কৃষক শাহিন জানান, তীব্র শীত ও ঘন কুয়াসার কারুণে বিলের অনেক কৃষকের বোরোর বীজতলা নষ্ঠ হয়ে গেছে। তাড়াশ উপজেলার কৃষক আলাল সরদার জানান, পতিত জমি ও সরষে কাটার পর একসঙ্গে সব কৃষক বোরো চারা রোপন করতে মাঠে নামায় চারার চাহিদা দেখা দিয়াছে। গুরদাশপুর উপজেলার কৃষক আনিছ জানান, হাট বাজারে ১০০ বোরো ধানের চারার আর্টি ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হয়েছে। একবিঘা জামিতে প্রায় ৫০০ আঁর্টি বোরো ধানের চারা প্রয়োজন হয়। প্রতি একশ আঁটি চারা ৩শ থেকে ৪শ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমিতে বোরো চারা লাগালে কৃষকের খরচ হয় ২ হাজার থেকে ৩ হাজার টাকা।