মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী-নবীপুর পাঁকা সড়কের উপর স্থাপিত একটি ব্রিজ ভেঙে পড়ার আট মাস পেরিয়ে গেলেও সংস্কার কাজ শুরু হয়নি। এতে চিরিরবন্দর উপজেলা সদর ও বেলতলী বাজার যাতায়াত করতে আব্দুলপুর ইউনিয়নের নবীপুরের পাঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
নবীপুর এলাকার স্থানীয়রা জানান, চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বাজার থেকে নবীপুর গ্রামের দেড় কি:মি পাঁকা সড়কের উপর স্থাপিত ব্রিজটি বন্যার পানির তোড়ে গত বছর ১২ আগস্ট ধসে পড়ে। এতে আব্দুলপুর ইউনিয়নের নবীপুর,মহিষমারী,হোসেনপুর, খয়জাপুর ও মোস্তাফাপুর গ্রামের বাসিন্দারা ভারী কোন যানবাহন ব্যবহারে প্রায় ৫ কি:মি পথ ঘুরে চিরিরবন্দর উপজেলা সদরসহ জেলা শহরে যাতায়াত করছে।
সরেজমিন দেখা গেছে, ব্রিজটি পুরো অংশ ভেঙে পড়েছে। ভাঙা ব্রিজটির উপর দিয়ে বাঁশের চাটি দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। সেই চাটি দিয়ে হেঁটে চলাচল করছে মানুষ। এছাড়া স্থানীয় হাট-বাজারে পণ্য পরিবহনে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এদিকে ক্ষতিগ্রস্থ ব্রিজটি এখনো মেরামত না হওয়ায় প্রতিদিন কয়েক হাজার পথচারীসহ পাঁঁচ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় লোকজন নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। তাই ভারী যানবাহনসহ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ছোট বড় কোনো গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
নবীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ জানান, এ রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিতে পড়েছে নবীপুর প্রাথমিক বিদ্যালয়,নবীপুর হাইস্কুলের স্কুলপড়ুয়া ছাত্রছাত্রীসহ পাঁচ গ্রামের বাসিন্দারা।
আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ্ বলেন, প্রতি বছর বর্ষার সময় এই ব্রিজে পানি তোড় অনেক বেশী হয়। তাই এবারে এখানে ব্রিজটি একটু বড় করে দেয়ার কথা আছে। তাই ব্রিজ নির্মানে একটু দেরি হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: ফিরোজ আহমেদ বলেন, বন্যার কারণে ভেঙে যাওয়া ব্রিজ নির্মাণের চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশ হয়ে আসলেই বাস্তবায়ন সম্ভব হবে।


