ক্রীড়া ডেস্ক : সেটাও ছিল মার্চ মাস। এটাও মার্চ মাস। সেবার পারেননি মুশফিক। হয়েছিলেন খলনায়ক। এবার পেরেছেন মুশফিক। মহাকাব্যিক এক ইনিংস খেলে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন। ১ বছর ১১ মাস ১৫ দিনের ব্যবধানে হয়েছেন মহানায়ক।
২০১৬ সালের ২৩ মার্চের ঘটনাটা নিশ্চয়ই মনে আছে? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ছুড়ে দেওয়া ১৪৭ রানের টার্গেটে বাংলাদেশ শুরু থেকে জয়ের ট্রাকেই ছিল। ১৯ ওভার শেষে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৩৬। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১১ রান। ক্রিজে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাদের মতো দুইজন ব্যাটসম্যান ক্রিজে থাকলে এই ম্যাচে বাংলাদেশ হারবে সেটা কেউ বিশ্বাস করবে না।
আস্থা, বিশ্বাস এবং ভরসা ছিল মুশফিক-মাহমুদউল্লাহ দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন। শেষ ওভারে বল হাতে আসেন হার্দিক পান্ডিয়া। মাহমুদউল্লাহ প্রথম বলে ১ রান নিয়ে মুশফিককে স্ট্রাইক দেন। পান্ডিয়ার দ্বিতীয় বলকে এক্সট্রা কাভার দিয়ে চারে পরিণত করলেন মুশফিক। তৃতীয় বলটিকে স্কুপ করে ধোনির মাথার উপর দিয়ে আরো একটি চার মেরে উল্লাসে ফেটে পড়েন মুশি। কারণ, জয়টা যে সময়ের ব্যাপার। শেষ তিন বলে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ২ রান। হাতে ৪ উইকেট। চতুর্থ বলটি উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে শিখর ধাওয়ানের তালুবন্দি হন মুশফিক। মাথা নিচু করে মাঠ ছাড়েন তখনকার টেস্ট অধিনায়ক।

প্রান্ত বদল করে মাহমুদউল্লাহ তখন স্ট্রাইকে। জিততে প্রয়োজন ২ রান। মুশফিকের মতো মাহমুদউল্লাহও উড়িয়ে মারতে গিয়ে জাদেজার হাতে ধরা পড়েন। শেষ বলে রান নিতে গিয়ে রান আউট হন মুস্তাফিজ। ভারত জিতে যায় ১ রানে। হাতের মুঠোয় থাকা ম্যাচটি বেরিয়ে যায়। এই ম্যাচে হারার পর মুশফিকের ব্যাপক সমালোচনা হয়। মুশফিকও সব দায় মাথা পেতে নেন। ২৫ মার্চ উইজডেন ইন্ডিয়া পর পর দুইটি চার মেরে উল্লাস করা মুশফিকের ছবি দিয়ে ফিচার করেছিল, ‘মুশফিকুর রহিম এন্ড প্রিম্যাচিউর সেলিব্রেশন’। এরপর আরো বেশ কয়েকবার ভারতের কাছে ১ রানে হারার ম্যাচটি মুশফিককে এখনো পীড়া দেয় বলে জানিয়েছিলেন।
সেই হারের ক্ষত ১ বছর ১১ মাস ১৫ দিন বইয়ে বেরিয়েছেন মুশফিক। অবশেষে সেখানে প্রলেপ দিলেন শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে নিদাহাস ট্রফিতে। রেকর্ড ২১৫ রান তাড়া করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। ৩৫ বলে খেলেন ৭২ রানের বীরোচিত ইনিংস। এবার মুশফিক জয়ের আগেই উল্লাস করেননি। ১৯তম ওভারে ফার্নান্দোকে ছক্কা মেরেও উল্লাস করেননি। উল্লাস করেননি শেষ ওভারের দ্বিতীয় বলে পেরেরাকে ৪ মেরেও। চতুর্থ বলে জয়সূচক রানটি নিয়ে তবেই উল্লাস করেছেন। নাগিন, নাগিন গানের নাচ দেখিয়েছেন।

অথচ এই মুশফিকুর রহিমকে বাদ দিতে চেয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। মুশফিক নাকি টি-টোয়েন্টির সঙ্গে ঠিক যান না। অথচ বাংলাদেশের অনেক জয়ের নায়ক তিনি। অনেক ম্যাচে দায়িত্বশীল ইনিংস খেলেছেন। আবারো মহাকাব্যিক এক ইনিংস খেলে ইতিহাস গড়া জয় এনে দিলেন। বাংলাদেশ এর আগে কখনো দুই শতাধিক রান তাড়া করে জয় পায়নি। পাবে কী করে? আন্তর্জাতিক ক্রিকেটেই যে দুই শতাধিক রান তাড়া করে জয়ের রেকর্ড হাতে গোনাা কয়েকটি। সেই তালিকায় বাংলাদেশের জয়টি যে চতুর্থ স্থান দখল করে নিয়েছে।


