টঙ্গীতে বাস চাপায় এক পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বুধবার সকালে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুরের টঙ্গীতে বাস চাপায় মফিজ উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধরা বাসে অগ্নিসংযোগ করে।

নিহত মফিজ উদ্দিন জয়পুরহাটের পাঁচবিবি থানার সোনাপাড়া এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম ও স্থানীয়রা জানায়, সকাল পৌনে ৮টায় মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুরগামী একটি বাস মফিজ উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল বন্ধ থাকে। পরে টঙ্গী থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে প্রায় আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভান। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে।