নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় কোরবান আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাশারচালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান আলী ওই এলাকার বাসিন্দা।
সখীপুর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, আজ সন্ধ্যার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের বাশারচালা বাজার এলাকায় কোরবান আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় সখীপুরগামী বাঁশবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


