নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোলাবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে পরে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন দুইজন। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, সকালে ধনবাড়ী থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুর উপজেলার গোলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের কাছে মোড় ঘুরতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পার্শ্ববর্তী অন্তত ৩০ ফুট গভীরে বংশাই নদীতে উল্টে পড়ে। এ সময় গাড়িতে থাকা মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত আটজন শিক্ষার্থীসহ ৩০ জন আহত হন।
খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একদল কর্মী ও স্থানীয় জনগণ তাদের উদ্ধার কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ২০ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়রা আরো ১০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
দেলোয়ার হোসেন আরো জানান, নদীর এই অংশ মরে যাওয়ায় পানি ছিল না। এতে হতাহতের সংখ্যা অনেক কম হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্রনাথ বিশ্বাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


