দিনাজপুর : দিনাজপুরের বিরলে ব্যক্তি মালিকানাধীন রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডে নারীসহ মিলের ১৫ জন শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। আহতদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৪টায় আগুন লাগার পর দিনাজপুর, সেতাবগঞ্জ ও ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে সন্ধ্যা ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানা জানান, অগ্নিকান্ডের ঘটনায় লিপু (১৮), জামিনি বালা (৪৫), খালেদা (৩৫), মিজানুর রহমান (২০), আমেনা (৪০), আপন (২০), মোতাহার (২২), গোলাম মোস্তফা (৪৫), আইয়ুব আলী (২৩), মাজেদা (২৫), রহিমা (৩০), আরজিনা (২৫) ও কোরবান আলী (১৭) আহত অবস্থায় ভর্তি হয়।
আহতদের মধ্যে মিজানুর রহমান (২০) লিপু (১৮) ও জামিনি বালাকে (৪৫) আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুর রহমান জানান, পর্যাপ্ত চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে।
রুপালী জুট মিলের কয়েকজন শ্রমিক জানান, ঘটনার সময় জুট মিলটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করছিল। বস্তা রোলিং সেকশনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মিল কর্তৃপক্ষের বক্তব্যও এ রকম।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আকতার হামিদ খান জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষনিকভাবে আগুনের লাগার সঠিক কারন জানাতে পারেননি তিনি।
রূপালী বাংলা জুট মিলের স্বত্বাধিকারী আব্দুল লতিফ জানান, মিলে গুদামজাত পাট ও মিলের যন্ত্রাংশসহ প্রায় ৩০০ কোটি টাকার মালামাল ছিল। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন অগ্নিকান্ডে তার ৩০০ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।


