নিদাহাস ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : গেল সোমবার নিদাহাস ট্রফির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাদের নিয়ে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিনের অনুশীলন। অনুশীলন শেষে ৪ মার্চ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

আগামীকাল শুক্রবার প্রথম দিনে বিকেল ৫টা ৩০ থেকে রাত ৮টা ৩০ পর্যন্ত সেন্টার উইকেটে চলবে স্কিল ট্রেনিং। পরদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত হবে অনুশীলন। পরদিন রোববার দুপুর ১টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা।

৬ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত। ৮ মার্চ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে। ১০ মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ মার্চ তৃতীয় ম্যাচে আবার ভারতের মুখোমুখি হবে টাইগাররা। আর প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ১৬ মার্চ শ্রীলঙ্কার মুখোমুখি হবে তামিম-মাহমুদউল্লাহরা।

১৮ মার্চ হবে ফাইনাল। পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।

নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দল :
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।