ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসি গত মৌসুমে নিজের শোকেসে তুলেছেন ক্যারিয়ারের চতুর্থ ইউরোপিয়ান গোল্ডেন শু। ইউরোপিয়ান লিগে সর্বোচ্চ গোলদাতার এই পুরস্কার সবচেয়ে বেশি জয়ের (৪ বার) তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। এবার পঞ্চম গোল্ডেন শু জিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ছাড়িয়ে যাওয়ার পথে আর্জেন্টাইন তারকা।
ন্যু ক্যাম্পে বুধবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলে জয়ের ম্যাচে একটি গোল করেছেন মেসি। স্প্যানিশ লিগে এই মৌসুমে মেসির মোট গোল এখন ৩৪টি।
গোল্ডেন শু জয়ের দৌড়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সালাহর থেকে তিন গোল এগিয়ে আছেন মেসি। প্রিমিয়ার লিগে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহর গোল ৩১টি।
প্রিমিয়ার লিগে সালাহ ম্যাচ পাবেন আর একটি। মেসির বাকি দুই ম্যাচ। অর্থাৎ, মেসিকে ছাড়িয়ে যেতে লিগের শেষ ম্যাচে সালাহকে করতে হবে চার গোল। পাশাপাশি প্রার্থনাও করতে হবে যাতে মেসি শেষ দুই ম্যাচে কোনো গোল না পান!
বার্সেলোনার শেষ তিন ম্যাচেই গোল করেছেন মেসি। এই তিন ম্যাচে একটি হ্যাটট্রিকসহ মেসির গোল পাঁচটি। আর সালাহ শেষ তিন ম্যাচের দুটিতে গোল পেয়েছেন দুটি। সর্বশেষ ম্যাচটিতেই গোল পাননি। মেসিকে ছাড়িয়ে যাওয়া তার জন্য প্রায় অসম্ভব।
২৯ গোল নিয়ে তালিকায় যৌথভাবে তিনে আছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি ও ল্যাজিওর সিরো ইম্মোবিল। সালাহর মতো লেভানডফস্কিরও জার্মান বুন্দেসলিগায় বাকি একটি ম্যাচ। আর ইম্মোবিল চোট নিয়ে বাকি মৌসুমের পাশাপাশি গোল্ডেন শু জয়ের দৌড় থেকেও ছিটকে গেছেন।
ফ্রান্সের লিগ ওয়ানে পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির গোল ২৮টি। ইতালিয়ান সিরি ‘আ’তে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দির গোলসংখ্যাও ২৮টি। প্রিমিয়ার লিগে ২৮ গোল করেছেন টটেনহামের ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেনও। কাভানি ও ইকার্দির ম্যাচ বাকি দুটি, হ্যারি কেনের একটি।
তালিকায় রোনালদো পিছিয়ে আছেন অনেকটাই। লা লিগায় এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ডের গোল ২৫টি। ম্যাচ বাকি দুটি।


