পিএসজি ও রিয়াল মাদ্রিদ সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-২।

এই ম্যাচে খেলতে পারবেন না পিএসজির সবচেয়ে বড় তারকা নেইমার দ্য সিলভা। ইনজুরিতে আছেন তিনি। কালিয়ান এমবাপের খেলা নিয়ে শঙ্কা জাগলেও তিনি ইনজুরি কাটিয়ে উঠেছেন। মার্কুইনহোসও ইনজুরি থেকে ফিরেছেন। ম্যাচের আগে পুরোপুরি ফিট মনে হলে তাদের দুজনকেই মাঠে দেখা যেতে পারে। এদিকে টনি ক্রুস ও লুকা মদ্রিচও গিয়েছেন ফ্রান্সে। আছেন ক্রিস্টিয়ানো রোনালদোও।

প্রথম লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আজ কোনোমতে ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালে ওঠে যাবে তারা। অন্যদিকে রিয়ালকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে যেতে হলে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে পিএসজিকে।

তার আগে চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে আজকের ম্যাচে রিয়াল ও পিএসজির সম্ভাব্য একাদশ।

রিয়ালের সম্ভাব্য একাদশ : নাভাস, কারবাহাল, রামোস, ভারানে, মার্সেলো, কাসেমিরে, মদ্রিচ, আসেনসিও, বেল, রোনালদো ও বেনজেমা।

পিএসজির সম্ভাব্য একাদশ : আরেওলা, আলভেস, মার্কুইনহোস, কিম্পেম্বে, কুরজাওয়া, ভারেত্তি, র‌্যাবিওট, লো সেলসো, ডি মারিয়া, এমবাপে ও কাভানি।