প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের জন্য স্বর্ণযুগের সৃষ্টি করেছেন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : আজ শনিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের জন্য স্বর্ণযুগের সৃষ্টি করেছেন।

আমির হোসেন আমু বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ কল্পনাও করতে পারেনি পায়রায় সমুদ্র বন্দর হবে। পায়রা সমুদ্র বন্দর এবং পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এ দুটি নির্মাণ সমাপ্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র।

বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কেএম হাবিব উল্লাহ।

এর আগে শিল্পমন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু উদ্যানে আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু উদ্যানে সাত দিনব্যাপী মেলা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

মেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের ৫০টি স্টল স্থান পেয়েছে। আগামী ১৬ মার্চ মেলার শেষ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।