নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা মঙ্গলবার রাতে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের অফিস কক্ষ ও গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালযের প্রক্টর ড. মো. আরিফুর রহমান খান ও শিক্ষার্থী-কর্মচারীরা জানান, মঙ্গলবার বিকেলে বহিরাগতদের নিয়ে কিছু শিক্ষার্থী তিন সেমিস্টার পদ্ধতি বাতিল করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দুই সেমিস্টার পদ্ধতি চালুকরণ, বিশ্ববিদ্যালয় হতে বিএস ডিগ্রিপ্রাপ্ত (সিজিপিএ ২.৫০-৪.০০) সকল শিক্ষার্থীকে এমএস কোর্সে ভর্তির সুযোগ, আবাসন সংকট সমাধানসহ ১৩ দফা দাবিতে ক্যম্পাসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে আন্দোলনরতরা প্রধান গেটে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন ও বিক্ষোভ চালিয়ে যাবার ঘোষণা দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এক পর্যায়ে রাত ৮টার দিকে আন্দোলনরত কিছু শিক্ষার্থী প্রশাসনিক ভবনে হামলা চালান। তারা ওই ভবনের দ্বিতীয়তলায় উপাচার্যের অফিস কক্ষে প্রবেশের জন্য কলাপসিবল গেইট ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারের গাড়িসহ অফিস কক্ষের দরজা জানালা এবং বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়া ও ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ তাদের অফিস কক্ষে ছিলেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফজলে রাব্বি বাধন ও সাধারণ সম্পাদক শাওনসহ অন্তত ২৫ জনকে আটক করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটককৃতদের মধ্যে বাধনসহ বেশ কয়েকজন বহিরাগতও রয়েছে।
প্রক্টর আরো জানান, এস এম ফজলে রাব্বি বাধন বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। তিনি কয়েক বছর আগে এ বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ হন। গুটি কয়েকজন ছাড়া আন্দোলনরতদের অধিকাংশই বহিরাগত। সেমিস্টার সিস্টেমটা পরিবর্তন করা এ মুহূর্তে সম্ভব না হলেও আন্দোলনরতদের দাবিসমূহের অধিকাংশই পর্যায়ক্রমে সমাধানের পথে। এখানে কোনো আবাসন সংকট নেই। বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪০০ শিক্ষার্থীর সবারই আবাসন ব্যবস্থা রয়েছে এখানে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বশেমুরকৃবিতে হামলা ও ভাঙচুরের সময় ঘটনাস্থল থেকে বাধন ও শাওনসহ ২৫-৩০ জনকে আটক করা হয়েছে।


