এম এম সি মেহেদী হাসান : রূপসায় প্রতিপক্ষের শাবলের আঘাতে নিহত রবিউল ইসলাম মুন্নার জানাযা নামাজ গতকাল রবিবার বাদ জোহর গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে রহিমনগর কলোনী কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আকবর শেখ, নৈহাটী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, রহিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম মোল্লা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত উল্লাহ্্, আফজাল শেখ, হাফেজ মাওলানা শেখ আব্দুল্লাহ্্, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার মোঃ মুজিবার রহমান, শ্রমিকলীগ নেতা টুলু ফকির, আমির আলী শেখ, সিদ্দিক শেখ, আইয়ুব আলী শেখ, জামাল মোল্লা, সাইদুর রহমান সগীর, আকরাম মোল্লা, পল্লী চিকিৎসক আকরাম হোসেন, নাছিম কবির সবুজ, রবিউল ইসলাম খান, ইমাম আজিজুল ইসলাম, মাসুদুল রউফ, মোঃ জিয়া, কবির পারভেজ, মোঃ আজিজ শেখ, ইবাদুল হক মোল্লা সহ এলাকার সর্বস্তরের মানুষ। জানাযা নামাজে ইমামতি করেন রহিমনগর বায়তুল নূর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবু ইউসুফ।
এদিকে মুন্নার অকাল মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন রহিমনগর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা হলেন, সমিতির সভাপতি মাসুম কবির সবুজ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান, সহ-সভাপতি মোঃ ইবাদুল হক মোল্লা, যুগ্ম সম্পাদক কবির পারভেজ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হাবি সরদার, সদস্য আজিজ শেখ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা। বিবৃতিদাতারা অবিলম্বে মুন্নার ঘাতকদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।


