বোরহানউদ্দিনে ইয়াবা সহ কলেজ ছাত্র ও গৃহবধু আটক

বোরাহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পুলিশের পৃথক দু’টি বিশেষ অভিজানে ৮০০ , ১৮৫ পিচ ইয়াবাসহ শাকিল কেরানী (২০) ও নারগিছ ওরফে ফাতেমা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শাকিল উপজেলার কাচিয়া ইউপির ১ নং ওয়ার্ডের কামাল কেরানীর ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শাকিলকে ৮০০ পিস ইয়াবা সহ তার বাড়ির পাশ থেকে আটক করেন। অপর দিকে শুক্রবার দিবাগত ৮টার দিকে নারগিছ ওরফে ফাতেমা বেগমকে ১৮৫ পিস ইয়াবা সহ আটক করা হয়। ফাতেমা উপজেলার ফুলকাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের মনির পাটোয়ারীর স্ত্রী । গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দু’টি অভিযানে বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদারের নেতৃত্বে এস আই মো: নাছির হাওলাদার, জ্ঞান কুমার, এ এস আই জসিম, জোনাইদ ও নারী কনেষ্টবল পিংকি সিকদারসহ তাকে আটক করেন। বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার জানান, শাকিল কেরানী ও নারগিছ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনের পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।