বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন বাজারে ইউনিয়ন কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে ।
২৫ই এপ্রিল বুধবার বিকেল ৫ টায় অপরাধ সমস্যা সমাধানে পুলিশ ও জনগনের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ প্রতিরোধ ও জনগনের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় আওয়ামীলীগ নেতা হেলাল উদ্দিন নয়ন ও বোরহানউদ্দিন থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় শত শত সচেতন, গন্যমান্য ও সাধারন মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) অসিম কুমার শিকদার।
বোরহানউদ্দিন থানার এসআই আজিজুর ইসলামের স ালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মির্জাকালু ফাড়ির ইনচার্জ এসআই ফোরকান, স্থানীয় আ“লীগ নেতা হানিফ মাস্টার, টবগী ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জল হাওলাদার, হাকিমউদ্দিন ফাজিল (বিএ) মাদরাসার উপাধাক্ষ্য মাও আল-আমিন, স্থানীয় আ“লীগ নেতা হানিফ মাল, টবগী ৫ নং ওয়ার্ড ইউপি মেম্বার নাছির আহমেদসহ অনেকে ।


