আ আজিজ:বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার জামায়েত ইসলামের আমির মাওঃ শফিউল্লাহ্ কে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে ওসি অসীম কুমারের নেতৃত্বে এস আই অশোক কুমার ও এস আই হেমায়েত উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার নামক স্থান হতে তাকে আটক করা হয়। ওসি অসীম কুমার সিকদার জানান, ঐ জামায়েত আমির নাশকতা পরিকল্পনার সন্দেহ ভাজন আসামী।


