ভেনেজুয়েলার একটি শহরের থানা হাজতে দাঙ্গা ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দেশটির কারাবোবো রাজ্যের ভ্যালেন্সিয়া শহরে বুধবার এ ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, হাজত থেকে পালানোর জন্য বন্দীরা নিজেদের জিনিসপত্রে আগুন লাগিয়ে দেয়।এদিকে আগুন লাগার খবরে বন্দীদের স্বজনরা চারপাশে ভিড় করলে পুলিশ তাদের সরিয়ে দিতে টিয়ার গ্যাস শেল ছোড়ে। বন্দীদের স্বজনরা বলছেন, অনেকেই অগ্নিকাণ্ডের পর ধোঁয়ার কারণে শ্বাসবন্ধ হয়ে মারা গেছেন।


রাজ্যের প্রধান আইন কর্মকর্তা তারেক সাব জানান, থানা হাজতে কেন এবং কিভাবে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে খুব দ্রুত তদন্ত শুরু করা হবে।

রাজ্যের কর্মকর্তা জেসাস সান্তানদার জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন লাগার পর এক পুলিশ কর্মকর্তাকে গুলিবিদ্ধ হয়েছেন। দাঙ্গা ও আগুনে হতাহতের ঘটনায় রাজ্যে শোক বিরাজ করছে।


প্রসঙ্গত, বিশ্বে যে সব কারাগারের অবস্থা শোচনীয় তার মধ্যে অন্যতম ভেনেজুয়েলার কারগুলো। ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখার জন্য সে দেশের কারাগারগুলোর কুখ্যাতি রয়েছে। বন্দিদের কাছে প্রায়ই অস্ত্র ও মাদক থাকে। আর কারাগারগুলোতে প্রায়ই দাঙ্গায় অনেক হতাহতের ঘটনা ঘটে।

মানবাধিকার গ্রুপগুলো দক্ষিণ আমেরিকার এ দেশটির কারাগারগুলোতে বন্দীদের অমানবিক পরিবেশে রাখার অভিযোগ করে আসছে।