মাহমুদউল্লাহকে নিয়ে কলম্বোতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচ শেষ করে শনিবার দেশের বিমান ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিএসএল খেলতে স্বপরিবারে মাহমুদউল্লাহ গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে।

আজ সকালে ঢাকায় ফেরেন ডানহাতি এই অলরাউন্ডার। কয়েক ঘন্টা ঢাকায় থেকে আবার দলের সঙ্গে কলম্বোতে যাত্রা শুরু করেন মাহমুদউল্লাহ। দুপুর ১টায় শ্রীলঙ্কার বিমান ধরেন জাতীয় দলের ১৩ ক্রিকেটার। আগের রাতে পিএসএলে খেলা তামিম, সাব্বির ও মুস্তাফিজ আরব আমিরাত থেকে সরাসরি যাবেন শ্রীলঙ্কায়।

নিদাহাস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ যাচ্ছে শ্রীলঙ্কায়। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশসহ খেলবে ভারতও। ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ৬ মার্চ, শেষ হবে ১৮ মার্চ। প্রতিটি দল ফাইনালের আগে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

বাঁ হাতের আঙুলের চোট পুরোপুরি না সারায় সাকিবের নিদাহাস ট্রফিতে খেলা হচ্ছে না। একটা-দুটো ম্যাচ না, পুরো টুর্নামেন্টেই খেলতে পারবেন না সাকিব। সাকিবের জায়গায় দলে এসেছেন লিটন কুমার দাস।

নিদাহাস ট্রফির বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন।