মিষ্টির কার্টুনে ফেন্সিডিল পাঁচারকালে বিরামপুরে এক মহিলা আটক

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ মিষ্টির কার্টুনে ফেন্সিডিল রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুরের বিরামপুরে এক মহিলাকে তল্লাশী করে ১৫ বোতল সমপরিমাণ লুজ পলিথিনে রাখা ফেন্সিডিলসহ রওশনারা বেগম (৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (৬ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলার কাটলা ইউনিয়নের ঘাঁসুড়িয়া দামোদরপুর সীমান্তের ওসমান মোড়ে চার্জার ভ্যান থেকে তাঁকে আটক করা হয়।
ঘাঁসুড়িয়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার রজনী কান্ত সরকার জানান, দুপুরে নিজস্ব গোয়েন্দা সদস্যের দেওয়া তথ্যমতে ভারত থেকে মিষ্টির কার্টুনে করে পলিথিনের পাইপে খোলা (লুজ) ফেন্সিডিল আসছে, এমন সংবাদের ভিত্তিতে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ওসমান মোড় এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভ্যানটি এলে তাঁকে দাঁড় করে মিষ্টির কার্টুনে তল্লাশী করে পলিথিনের পাইপে ভরা ১ কেজি ৫’শ গ্রাম অর্থাৎ ১৫ বোতল সমপরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বর্ডার গার্ড-২০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিছুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে সকল প্রকার চোরাচালান রোধে সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান।